Room decoration: স্বল্প খরচে সাজিয়ে তুলুন নিজের ঘর, মাথায় রাখুন এই ৫ উপায়

ঘরকে সুন্দরভাবে সবাই সাজিয়ে তুলতে চান। তবে দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তোলা সবার জন্য স্মভব হয়না। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন ঘর। প্রথমে বসার ঘর সাজান তারপরে অন্য়ান্য সব ঘর সাজান। বাড়িতে অতিথি আসলে বসার ঘরেই প্রথমে বসেন সবাই। রকমারি গাছ দিয়ে অনেকই বাড়ি সাজাতে পছন্দ করেন। সুন্দর রকমারি টবে গাছ লাগিয়ে তা দিয়ে সাজাতেই পারেন। ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে ঘর সাজাতে পারেন। এতে খুব বেশি খরচও হবে না। অনেকেই সুন্দর আলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। সুন্দর আলো কিনে তা বতলে ভরেও সাজাতে পারেন ঘর। আলো দিয়ে ঘর সাজানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলো ব্যবহার করতে পারে। কম থেকে বেশি সব দামেই পেয়ে যাবেন। বিছানায় পাততে পারেন সুন্দর চাদর। বিছানায় সুন্দর চাদর পাতলে মনও ভালো থাকে। 

/ Updated: Nov 08 2021, 05:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘরকে সুন্দরভাবে সবাই সাজিয়ে তুলতে চান। তবে দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তোলা সবার জন্য স্মভব হয়না। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন ঘর। প্রথমে বসার ঘর সাজান তারপরে অন্য়ান্য সব ঘর সাজান। বাড়িতে অতিথি আসলে বসার ঘরেই প্রথমে বসেন সবাই। রকমারি গাছ দিয়ে অনেকই বাড়ি সাজাতে পছন্দ করেন। সুন্দর রকমারি টবে গাছ লাগিয়ে তা দিয়ে সাজাতেই পারেন। ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে ঘর সাজাতে পারেন। এতে খুব বেশি খরচও হবে না। অনেকেই সুন্দর আলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। সুন্দর আলো কিনে তা বতলে ভরেও সাজাতে পারেন ঘর। আলো দিয়ে ঘর সাজানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলো ব্যবহার করতে পারে। কম থেকে বেশি সব দামেই পেয়ে যাবেন। বিছানায় পাততে পারেন সুন্দর চাদর। বিছানায় সুন্দর চাদর পাতলে মনও ভালো থাকে।