সকাল থেকেই ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ, কী করবেন দেখুন ভিডিও

  • সকাল বেলা ঘুম থেকে উঠেই কি নিজের মুখ দেখেন
  • নিজেকে সকাল থেকে সতেজ দেখাতে জানুন কী কী করবেন
  • এতে সারাদিনই ত্বক থাকবে সতেজ ও মসৃণ

/ Updated: Jun 25 2019, 07:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সকাল বেলা যখন ঘুম থেকে ওঠেন তখন নিজের মুখ নিশ্চয়ই আয়নায় একবার দেখেন। তখন যদি দেখে নিজেকে ভালো না লাগে তাহলে পুরো দিনটাই মাটি। তাই সক্কাল সক্কাল নিজেকে ঝকঝকে দেখাতে কী কী করবেন, তার জন্য রইল কিছু টিপস- 

১) প্রথমেই বরফ ঠান্ডা 
জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের পোরগুলি টাইট হয়। ফলে ত্বক মসৃণ দেখায়। ঘুম কাটিয়ে দেয় বলে তরতাজাও লাগে।  

২) যেদিন সকাল থেকেই ক্লান্ত এবং মেজাজ ভালো থাকে না, সেই দিন উজ্জ্বল রংয়ের পোশাক পরুন। 

৩) বেশি করে জল খান। এতে ত্বক উজ্জ্বল থাকে।

৪) চুল খোঁপা করে শুন। সকালে উঠে দেখবেন চুলে ভলিউম বেড়ে গিয়েছে।

৫) রাতে ঘুমনোর আগে ত্বকের যত্ন নিন।