হার্লে ডেভিডসনের ইলেকট্রিক বাইক ও অজানা কিছু কথা, জানতে হলে দেখুন ভিডিওটি


বিশ্বের বাইকপ্রেমীদের কাছে অন্যতম এক নাম হার্লে ডেভিডসন। মার্কিন এই সংস্থার তৈরি বাইক বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়। যদিও সবার পক্ষে এই বাইক কেনা সম্ভব নয়। কারণ এর দাম।  এদের তৈরি 'সফ্টটেল স্লিম এস' হলো বিশ্বের বাজারে সবচেয়ে মুল্যবান বাইক। বিশ্ববাজারে এর দাম প্রায় ১.৭৯ মিলিয়ন মার্কিন ডলার। এরআগে বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের রেকর্ডটি ছিল '১৯৫১ ভিনসেন্ট ব্যাক লাইটনিং' এর দখলে। 
 

/ Updated: Nov 19 2019, 03:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্বের বাইকপ্রেমীদের কাছে অন্যতম এক নাম হার্লে ডেভিডসন। মার্কিন এই সংস্থার তৈরি বাইক বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়। যদিও সবার পক্ষে এই বাইক কেনা সম্ভব নয়। কারণ এর দাম।  এদের তৈরি 'সফ্টটেল স্লিম এস' হলো বিশ্বের বাজারে সবচেয়ে মুল্যবান বাইক। বিশ্ববাজারে এর দাম প্রায় ১.৭৯ মিলিয়ন মার্কিন ডলার। এরআগে বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের রেকর্ডটি ছিল '১৯৫১ ভিনসেন্ট ব্যাক লাইটনিং' এর দখলে। 

বাইক প্রেমীদের কথা ভেবে ইলেকট্রিক মোটরবাইকও এনেছে হার্লে ডেভিডসন, যার নাম 'হার্লে ডেভিডসন লাইভওয়্যার'। এর মধ্যে বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যারমধ্যে অন্যতম এটি বৈদ্যুতিক পাওয়ারট্রেন। 'এইচি ডি রেভেলেশন' নামে এই পাওয়ারট্রেনের বৈশিষ্ট্য হলো চুম্বকীয় বৈদ্যুতিক মোটর ও ১৫.৫ কিলোওয়াটের ব্যাটারি। মাত্র সাড়ে তিন সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে এই বৈদ্যুতিক বাইক। শক্তিশালী ব্যাটারির সুবাদে এই বাইকের রেঞ্জ অসাধারণ। এক চার্জে এটি ২৩৫ কিলোমিটার পর্যন্ত পাড়ি জমাতে পারে বলে সংস্থার দাবি।