বৌবাজারের চিন্তামণি কুঞ্জে পালিত হল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির রাখিবন্ধন

বৈষ্ণবতীর্থ নদীয়ার নবদ্বীপ একটি প্রাচীন বৈষ্ণবীয় মন্দিরের প্রধান কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তার পরিবার রাখি পরিয়ে দিলেন তেঘরিপাড়া মসজিদের মৌলবি দাইমুল হক সহ মুসলিম ভাইদের।

/ Updated: Aug 03 2020, 03:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৈষ্ণবতীর্থ নদীয়ার নবদ্বীপ একটি প্রাচীন বৈষ্ণবীয় মন্দিরের প্রধান কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তার পরিবার রাখি পরিয়ে দিলেন তেঘরিপাড়া মসজিদের মৌলবি দাইমুল হক সহ মুসলিম ভাইদের। তেমনি মুসলিমরাও মন্দিরে এসে হিন্দু ভাই বোনদের হাতে রাখি বেঁধে দিলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের সোনালী, গোপী, নন্দিনী, তুলি, বিজলি, আরাধ্যরাও। কৃষ্ণনগর থেকে সোমবার রাখি বন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন তাঁরা।  শ্রীচৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে যেমন চাঁদকাজীকে বুকে টেনে নিয়ে ছিলেন। সোমবারও রাখি বন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবদ্বীপের বৈষ্ণব পরিবার কাছে টেনে নিলেন মুসলিম ভাইদের। শুধু রাখি নয় মারণ রোগ করোনা ভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে  "রাখি পুর্ণিমায়, মাস্ক বন্ধন" লেখা মাস্ক পরিয়ে দিলেন একে অপরকে। এদিনের নবদ্বীপ বৌবাজার চিন্তামনি কুঞ্জ নামে প্রাচীন এক বৈষ্ণবীয় মন্দিরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা, চিন্তামনি কুঞ্জের প্রভুপাদ মিহিরকান্তি চক্রবর্তী, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।