গরমে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন, বাড়িতেই তৈরি করুন ময়েশ্চারাইজার

আকর্ষণীয় ত্বক পেতে কে না চায়। তার জন্যই সবাই বারবার পার্লারেও ছুটে যায়। তবে এই গরমে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। গরমে বেশ কিছু ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন, এতে ভালো ফল পাবেন।

/ Updated: Apr 30 2022, 05:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আকর্ষণীয় ত্বক পেতে কে না চায়। তার জন্যই সবাই বারবার পার্লারেও ছুটে যায়। তবে এই গরমে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। গরমে বেশ কিছু ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন, এতে ভালো ফল পাবেন। ফেস মিস্ট- জোজবা অয়েল ব্যবহার করতে পারেন, এটি ময়েশ্চারাইজারের কাজও করে। নারকেল তেল বা যেকোনও এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। ফেস প্যাক- কমলা লেবুর খোসার সঙ্গে গোপাল জল মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ি এবং মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। ফেস প্যাক- চালের গুঁড়ো এবং টক দই এক সঙ্গে সঙ্গে মিশিয়ে তা ব্যবহার করতে পারেন। এতে ত্বক ভালো থাকবে এবং সেই সঙ্গেই ত্বকের জেল্লা বাড়বে। ময়েশ্চারাইজার- নারকেলের দুধের সঙ্গে গোলাপ জল মিশিয়ে তা ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন, এতে আপনার ত্বক ভালো থাকবে।