আদার ঘরোয়া টোটকায় এইসব গুরুতর সমস্যার মোকাবিলা করতে পারেন

  • আদা একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস
  • রান্নার কাজে আদার ব্যবহার সর্বজন বিদিত
  • এই আদাতেও লুকিয়ে আছে বহু আয়ুর্বেদিক উপাদান
  •  আমাদের বিভিন্ন উপকারে লাগার ক্ষমতা রাখে
/ Updated: Jul 18 2019, 09:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আদা মূলত আমরা রান্নায় ব্যবহার করে থাকি। কিন্তু এক টুকরো আদা নিয়ে আমরা যে আরও নানা সমস্যার সমাধান করতে পারি, তা হয়তো অনেকেরই জানা নেই। বিশেষ করে আদার রস মাথায় ঘসলে তা চুলের পক্ষে ভালো। এতে স্ক্যাল্পে বায়ু চলাচলের সুযোগ বৃদ্ধি পায়। এর ফলে চুলে আসে একটা ফুরফুরে ভাব। আদা আবার খুশকি দূর করতে সিদ্ধহস্ত। অলিভ ওয়েলের সঙ্গে আদা-র রস মিশিয়ে চুলে লাগালে খুুশকি দূর হবে। এমনকী আদা-তে থাকা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ত্বক-কে প্রাণবন্ত করে রাখে। জ্বালা-পোড়া-তেও আদা খুবই কার্যকর।