সহজ উপায়ে বুঝে নিন আপনার বাড়ির শিশুটি করোনা আক্রান্ত হয়েছে কী না

করোনা আক্রান্ত শিশুদের মধ্যে উপসর্গ খুব কমই দেখা যায়। কিছু উপসর্গ রয়েছে যা দেখে বুঝতে পারবেন শিশুরা করোনা আক্রান্ত কী না। জ্বর করোনার একটি উপসর্গ। শরীরের উচ্চ তাপমাত্রা, বিশেষ করে বুকে এবং পিঠের তাপমাত্রাই বুঝিয়ে দেবে শিশুটি করোনা আক্রান্ত কী না। 

Share this Video

করোনা আক্রান্ত শিশুদের মধ্যে উপসর্গ খুব কমই দেখা যায়। তবে বেশ কিছু উপসর্গ রয়েছে যা দেখে বুঝতে পারবেন শিশুরা করোনা আক্রান্ত কী না। জ্বর করোনার একটি উপসর্গ। শরীরের উচ্চ তাপমাত্রা, বিশেষ করে বুকে এবং পিঠের তাপমাত্রাই বুঝিয়ে দেবে শিশুটি করোনা আক্রান্ত কী না। শুকনো কাশি এবং সেই কাশি টানা বেশ কিছুদিন চললে বুঝতে হবে আপনার শিশুটি করোনা আক্রান্ত। অনেক শিশু কোভিড-এ আক্রান্ত হওয়ার খাবারের স্বাদ বা গন্ধ পায় না। এমনটা হলে আগে থেকে চিকিৎসকের পরামর্শ নিন। যদি অনেক দিন ধরে আপনার শিশুটির নাক দিয়ে সর্দি পড়ছে, তাহলে আপনার সন্তানের কোভিড পরীক্ষা করুন। জ্বরের পাশাপাশি যদি আপনার শিশুর ডায়রিয়াও হয়ে থাকে তবে এখনই চিকিৎসকের কাছে যান। জ্বরের পাশাপাশি আপনার সন্তানের কি গায়ে, হাত, পায়ে ব্যাথা করছে তবে এখনই চিকিৎসকের পরামর্শ নিন।

Related Video