দুগ্গা থেকে দুর্গা হয়ে ওঠার কাহিনী নিয়েই, এবার হাজির পাটুলি সর্বজনীন

  • এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পাটুলি সর্বজনীন
  • এবার তাদের পুজোর থিমের ট্যাগ লাইন 'দুগ্গা থেকে দুর্গা'
  • দুগ্গা বলতে, শিশু  থেকে কিশোরী, যুবতীর কথা বলা হয়েছে
  • প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে তারা  দুর্গা হয়ে উঠবেন 
     
/ Updated: Oct 09 2019, 03:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম পাটুলি সর্বজনীন। এবার ৪৪ তম বর্ষে পা দিল এই পুজো। মেয়েরা হলেন  মায়ের জাত। মা মানেই আমাদের  মা দুগ্গা। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই এবার নিজেদের পুজোর থিম নির্বাচন করেছে পাটুলী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবারের পুজোর থিমের ট্যাগ লাইন 'দুগ্গা থেকে দুর্গা'। দুগ্গা বলতে, আমাদের চারপাশে ঘিরে  শিশু  থেকে কিশোরী, যুবতী মেয়েদের কথা বলা হয়েছে। তারা প্রত্যেকেই এক এক জন দুগ্গা, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে তারাই যে দুগ্গা থেকে দুর্গা হয়ে উঠবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। জানা গেছে গোলাকৃতি মণ্ডপটিতে সামনেই দেখা যাবে একটি বাচ্চা মেয়ে দুগ্গা সবাইকে অভিবাদন জানাচ্ছেন। তার সঙ্গেই  দেখা যাচ্ছে অনেক দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনী।