ঋতুর হাতে নয়া উদ্যোগের সূচনা
- সম্প্রতি স্পৃস স্টুডিও উদ্বোধন করলেন ঋতুপর্ণা
- কর্ণধার সুলগ্না রায় ভট্টাচার্য সেজন্য় খুব খুশী
- তিনি দেশের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে চান
- এখানের পোশাকের দাম শুরু ৮০০ টাকা থেকে
সম্প্রতি স্পৃস স্টুডিও উদ্বোধন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। স্পৃস স্টুডিও-র কর্ণধার সুলগ্না রায় ভট্টাচার্য সেজন্য় খুব খুশী। সুলগ্না জানালেন তার ফ্য়াশন স্টুডিও -র নামের সঙ্গেই তার কাজ জড়িয়ে আছে। যেহেতু স্পৃস কথার অর্থ স্পর্শ , তাই তার স্টুডিওর পোশাক-আসাকে একটা হাতে গড়া একটা ব্য়াপার আছে। এরই মাধ্য়মে তিনি দেশের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে চান। তাই একেবারেই মাটি ছোঁওয়া সেই ব্য়াপারটা পাওয়া যাবে এখানকার সমস্ত পোশাকে এবং তার পাশাপাশি সাজগোজের অন্য়ান্য় সামগ্রীগুলিতেও। স্পৃস স্টুডিও এর পোশাকের দাম সবার নাগালের মধ্য়েই, ৮০০ টাকা থেকে শুরু হয়ে এখানে বিভিন্ন দামের ডিজাইনিং ড্রেস আছে। ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, তিনি স্পৃস স্টুডিও উদ্বোধনে করতে এসে খুশি। কথা প্রসঙ্গে আরও জানালেন, তার আগামি ছবির প্রমোশনের জন্য়ও খুবই মানানসই স্পৃস স্টুডিও। 'লাইম এন লাইট' এর পরিচালক, রেশমি মিত্র জানালেন তিনি এখানে এসে তার ছবির দ্বৈত চরিত্রের জন্য় পোশাক খুঁজে পেয়েছেন।