আইফোনকে টেক্কা দেবে স্যামসাং গ্যালাক্সি এস ১১, রইল বিস্তারিত তথ্য

  • ২০২০ ফ্রেব্রুয়ারি-তে বাজারে আসতে চলেছে স্যামসাং এস ১১
  • স্যামসাং এস ১১-এ থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স
  • অ্যাপেল আইফোন-কে টেক্কা দেওয়ার পথে স্যামসং
  • জানুন ফোনের ফিচার
/ Updated: Dec 08 2019, 11:30 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইফোন ১১-এ যে ধরনের ফিচার থাকে, তাকে টেক্কা দিয়ে এবার বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ১১। থাকছে অনবদ্য ফিচার। স্যামসাং-এর এই নতুন ফোন এস ১১-এ থাকতে পারে ১০৮ মেগাপিক্সল ক্যামেরা সেন্সর। তেমনই পরিকল্পনা করা হচ্ছে স্যামসং-এর পক্ষ থেকে। থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স, তার সঙ্গে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যাপেল আইফোন ১১-এ থাকে ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকে। 
নতুন বছরে বাজারে এই ফোন আনতে চলেছে স্যামসাং। থাকবে আরও অনেক ফিচার, যা এর আগের গ্যালাক্সিকে হার মানাবে। যদি ফোন কেনার পরিকল্পনা থেকে থাকে, তবে অপেক্ষা করা যেতেই পারে এই ফোনটি পকেটজাত করার জন্য।