ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিন, বাড়িতে রাখুন এই জিনিসগুলি
- আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়
- ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা
- ঘূর্ণিঝড় মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখুন
- বাড়িতে কী কী মজুত রাখবেন, দেখে নিন
আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখুন। বাড়িতে মজুত রাখুন কিছু জিনিস। এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী ব্যবস্থা রাখতে হবে বাড়িতে। ঝড়ের পর কারেন্ট না থাকার সম্ভবনা থেকেই যায়। সেক্ষেত্রে সম্ভব হলে বাড়িতে মিনি জেনারেটরের ব্যবস্থা রাখুন। বাড়িতে ইনভাটার থাকলে তা ভালো করে চার্জ দিয়ে রাখুন। হাতের কাছে মোমবাতি এবং দেশলাই রাখুন। মোবাইল ফোন, ল্যাপটপ এবং পাওয়ার ব্যাঙ্ক থাকলে তা চার্জ দিয়ে রাখুন। যেকোনও বৈদ্যুতিন যন্ত্রের প্লাগ খুলে রাখুন। বাড়িতে শুকনো খাবার মজুত রাখুন। ইমার্জেন্সি আলোয় চার্জ দিয়ে রাখুন। জরুরি ওষুধ বাড়িতে মজুত রাখতে ভুললে চলবে না। পুলিশ এবং জরুরি পরিষেবার নম্বর কাছে রাখুন। যথেষ্ট পরিমাণ খাবার জল এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জল মজুত রাখুন।