উৎসবের দিনগুলিতে কীভাবে দূষণ রোধ করবেন, জানুন কিছু টিপস

  • এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের
  • তাই  উৎসব উদযাপনও ইকো-ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন 
  • বহু সময়ই আমরা পরিবেশের কথা খেয়ালই রাখি না
  • রইল এমনই কিছু পরিবেশ-বান্ধব টিপস্

/ Updated: Sep 13 2019, 09:53 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উৎসবের মরশুম শুরু হতেই তার জোর প্রস্তুতিও শুরু। তবে এই উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের। একইসঙ্গে এই উদযাপনও ইকো-ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন। রইল এমনই কিছু পরিবেশ-বান্ধব টিপস্

১) চকচকে প্লাস্টিক পেপার দেখতে ভালো লাগলেও দুর্ভাগ্যবশত এগুলি অনেক সময়েই রিসাইকেল বা পুনরায় ব্যবহার করার উপযোগী থাকে না। তাই সাধারণ ব্রাউন পেপার ব্যবহার করে তা ফেব্রিক রিবনে বেঁধে নেওয়া যেতে পারে। 
২) পুজোর সময় বাড়িতে অতিথিদের নিত্য আনাগোনা লেগেই থাকে। এই সময় ফেলে দেওয়া যায় এমন চামচ, ছুরি, কাঁটা চামচ, প্লেট ব্যবহার করেন অনেকেই। কিন্তু এগুলি ব্যবহার করতে সুবিধা হলেও তা প্রকৃতির জন্য ক্ষতিকারক।