রাতে ভুলেও করবেন না এই কাজ, হতে পারে বড় ক্ষতি

অকারণে রাতে শ্মশানে না যাওয়াই ভালো। মনে করা হয় রাতে সেখানে অশুভ আত্মারা ঘুরে বেরায়। গভীর রাতে চৌমাথার মোড়েও না যাওয়াই ভালো, সেখানেও অশুভ শক্তির আগমন হয় বলে মনে করা হয়। রাতে এলো চুলে ঘুরবেন না, এতে অশুভ শক্তিরা চুলের প্রতি আকর্ষণ অনুভব করে বলে মনে করা হয়।

/ Updated: Mar 30 2022, 10:23 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভয়েক দূরে সরিয়ে রেখে ভূতের গল্প পড়তে অনেকেই পছন্দ করেন। ভূতের গল্প পড়ে রাতে অনেকেই ভয় পান। মনে করা হয় রাতে অশুভ শক্তির আনাগোনা হয়। রাতে ঘর থেকে বাইরে যাওয়ার আগেও দুবার ভাবেন অনেকে। রাতে মনে করা হয় অশুভ বা অতৃপ্ত আত্মার আনাগোনা হয়। তাই রাতে বেশ কিছু জিনিস না করাই ভালো। অকারণে রাতে শ্মশানে না যাওয়াই ভালো। মনে করা হয় রাতে সেখানে অশুভ আত্মারা ঘুরে বেরায়। যার জন্য অনেক সময় রাতে শ্মশানে গিয়ে অনেকের শরীর খারাপ হয়েছে, তাই রাতে শ্মশানে না যাওয়াই ভালো। গভীর রাতে চৌমাথার মোড়েও না যাওয়াই ভালো, সেখানেও অশুভ শক্তির আগমন হয় বলে মনে করা হয়। রাতে এলো চুলে ঘুরবেন না, এতে অশুভ শক্তিরা চুলের প্রতি আকর্ষণ অনুভব করে বলে মনে করা হয়। রাতে একেবারে অন্ধকারে না ঘুমনোই ভালো। একটা ছোট আলো হলেও জ্বালান। রাতে সুগন্ধী ব্যবহার না করাই ভালো, মনে করা হয় সুগন্ধ রাত্রে অশুভ শক্তিকে আকর্ষণ করে।