পেট্রোল-ডিজেল ছাড়াই এবার ছুটবে ভারতীয় এই গাড়ি
- ভারতের বাজারে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল-ডিজেলের মূল্য
- যা অনেকেরই গাড়ি কেনার আশাতে জল ঢালছে
- তবে এই গাড়ি পেট্রোল-ডিজেল ছাড়াই ছুটবে
- এমনই এক গাড়ি এবার আসতে চলেছে বাজারে
ভারতের বাজারে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল-ডিজেলের মূল্য। যা অনেকেরই গাড়ি কেনার আশাতে জল ঢালছে। তবে এই গাড়ি পেট্রোল-ডিজেল ছাড়াই ছুটবে। এমনই এক গাড়ি এবার আসতে চলেছে বাজারে। অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। চলতি বছরের কালী পুজোতেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। বেঙ্গালুরির একটি সংস্থা এই অত্যাধুনিক গাড়িটি তৈরি করছে। ১৯৬ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ছুটবে এই গাড়ি। ফুল চার্জে ৫০৪ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে গাড়িটি।