Asianet News BanglaAsianet News Bangla

এদেশ হোক বা বিদেশ, থাকল নতুন বছর শুরুর সেরা ১০ ডেস্টিনেশন

Dec 17, 2020, 7:04 PM IST

বছরের শুরুতে অনেকেই বাইরে ঘুড়তে যেতে পছন্দ করেন। তবে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই কোথায় ঘুরতে যাব সেই কথা ভেবেই পড়তে হয় ধন্দে। বিদেশ থেকে এদেশ অসংখ্য ঘুরতে যাওয়ার জায়গা রয়েছ। যেখানে নতুন বছর কাটবে একদম অন্যরকম। প্যারিস থাকতেই পারে সেই লিস্টে। তবে বাজেট বুঝেই বাছতে হবে ডেস্টিনেশন। তাই বিদেশে না গিয়ে এদেশেও কাটাতেই পারেন বছরের প্রথম দিন। সেক্ষেত্রে যেতেই পারেন শিমলা, মানালি বা গ্যাংটক। 

Video Top Stories