বিপদ থেকে রক্ষা করতেই রাখিবন্ধন, জেনে নিন রাখিবন্ধনের অজানা ইতিহাস

রবিবার রাখি, তার আগে দোকান-বাজার ছেয়ে গিয়েছে রাখিতে। এই রাখিবন্ধন সৌভ্রাতৃত্বের উত্‍সব। রাখিবন্ধন উত্‍সবের কথা রয়েছে হিন্দু পুরাণেও। পূরাণ মতে দেব-দেবীরাও রাখি বাঁধতেন বলে জানা যায়। এই রাখিকে আসলে শুভ শক্তির প্রতিক হিসাবে মনে করা হয়। দীর্ঘ দিন ধরেই এই রাখি বাঁধার রীতি চলে আসছে। যুদ্ধে যাওয়ার আগেও রাখি বাঁধা হত। পুরুর রাজ্য আক্রমণের আগে আলেকজান্ডারের স্ত্রী পুরুকে রাখি পাঠিয়েছিলেন। হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়াতে রাখি উৎসব করেন বিশ্বকবি। বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি এই উৎসব করেন।

/ Updated: Aug 21 2021, 07:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার রাখি, তার আগে দোকান-বাজার ছেয়ে গিয়েছে রাখিতে। এই রাখিবন্ধন সৌভ্রাতৃত্বের উত্‍সব। রাখিবন্ধন উত্‍সবের কথা রয়েছে হিন্দু পুরাণেও। পূরাণ মতে দেব-দেবীরাও রাখি বাঁধতেন বলে জানা যায়। এই রাখিকে আসলে শুভ শক্তির প্রতিক হিসাবে মনে করা হয়। দীর্ঘ দিন ধরেই এই রাখি বাঁধার রীতি চলে আসছে। যুদ্ধে যাওয়ার আগেও রাখি বাঁধা হত। পুরুর রাজ্য আক্রমণের আগে আলেকজান্ডারের স্ত্রী পুরুকে রাখি পাঠিয়েছিলেন। হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়াতে রাখি উৎসব করেন বিশ্বকবি। বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি এই উৎসব করেন।