বিবাহিত ভারতীয় মহিলাদের উত্সব করবা চৌথের নানান কথা
হিন্দুদের রীতিগুলির মধ্যে অন্যতম হল করওয়া চৌথ। স্বামীর মঙ্গল কামনায় হিন্দু বিবাহিত মহিলারা পালন করে থাকেন এই উৎসবটি।
সকল বিবাহিত মহিলাদের জন্য করবা চৌথ খুবই গুরুত্বপূর্ণ। এদিন স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস করেন। শুধু যে স্ত্রীরা খাবার খান না তা নয়, একই সঙ্গে জলও গ্রহণও করেন না। কার্তিক মাসের চতুর্থীতে করবা নামের মাটির পাত্রে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয়, আর এই রীতিই করবা চৌথ নামে পরিচিত। দেবী পার্বতীর পুজোর সঙ্গে সঙ্গে ভগবান শিব, গণেশ এবং কার্তিকের পুজোও হয় এদিন। দিনের শেষে চাঁদের মুখ দেখার পরই উপোস ভেঙে খাবার খান মহিলারা।