Asianet News BanglaAsianet News Bangla

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি, কলকাতা রয়েছে কোন স্থানে

  • তালিকায় সবার প্রথমে রয়েছে জাপানের রাজধানী টোকিও
  • বিশ্বে সবথেকে জনবহুল শহর ১০০-এর মধ্যে স্কোর করেছে ৯২
  • ৯১.৫ স্কোর করে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর  
  • ৯০.৯ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ওসাকা
Sep 23, 2019, 6:55 AM IST

বিশ্বে শহরের সংখ্যা এবং তাদের আয়তন ক্রমেই বাড়ছে। আর সেই সঙ্গে যোগাযোগ, নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিটি দেশের প্রশাসন, প্রাইভেট সেক্টর এবং নাগরিকদের কাছে। সম্প্রতি সিঙ্গাপুরে সেফ সিটিস সামিট এই বিষয় নিয়েই আলোচনা হয় পলিসিমেকার, বিজনেস লিডার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মধ্যে। 
এখন দেখে নেওয়া যাক, বিশ্বে সবথেকে নিরাপদ শহরের তালিকার প্রথম সারিতেই কোন কোন শহর রয়েছে-
তালিকায় সবার প্রথমে রয়েছে জাপানের রাজধানী টোকিও। বিশ্বে সবথেকে জনবহুল শহর ১০০-এর মধ্যে স্কোর করেছে ৯২। 
৯১.৫ স্কোর করে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং ৯০.৯ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ওসাকা। 

Video Top Stories