Asianet News BanglaAsianet News Bangla

লাগতে পারে লটারি, পুরনো ৫০০ টাকার নোটের বদলে আপনিও পেতে পারেন ১০ হাজার টাকা, কী ভাবে, জেনে নিন

Jun 12, 2021, 9:36 AM IST

নোট বন্দির পর অনেকের বাড়িতেই রয়ে গিয়েছে পুরনো ৫০০-১০০০ টাকার নোট। সেই ৫০০ টাকার নোটের বদলেই পেতে পারেন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যারা পুরনো টাকার লেনদেন করে থাকে। অনেক সময় অনেক নোটে দু'বার একই সিরিয়াল নম্বর ছাপা হয়ে যায়। সেইরকম ৫০০ টাকার নোট থাকলে তার বদলে ৫০০০ টাকা পেতে পারেন। অনেক সময় আবার অনেক ৫০০ টাকার নোটে মাপজোকের গন্ডগোল থাকে। তেমন ৫০০ টাকার নোট থাকলে তার বদলে ১০০০০ টাকা পেতে পারেন। পুরনো নোট বিক্রি করতে হলে আপনাকে যেতে হবে ওল্ড ইন্ডিয়ান কয়েনস ডট কম -এ। সেখানে বিক্রি করতে হলে বিক্রেতা হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে সাইটে। এই ভাবেই আপনি আপনার পুরনো ৫০০ টাকা বিক্রি করে পেতে পারেন ১০ হাজার টাকা।

Video Top Stories