বাড়ি থেকে বেরনোর আগে ব্য়াগে ভরুন এই জিনিসগুলি
- বাড়ি থেকে যখনই বেরোন সঙ্গে ব্যাগ নিয়ে বেরোন
- কিন্তু ব্যাগে কী কী রাখবেন সেগুলির ব্যাপারে কি ভেবে দেখেছেন
- জেনে নিন ব্যাগে কী কী রাখবেন
বাড়ি থেকে যখনই বেরোন সঙ্গে ব্যাগ নিয়ে বেরোন। কিন্তু ব্যাগে কী কী রাখবেন সেগুলির ব্যাপারে কি ভেবে দেখেছেন। জেনে নিন ব্যাগে কী কী রাখবেন-
টিশ্য়ু পেপার- হঠাৎ সর্দি হলে, বা কোনও ভাবে মুখে হাতে পায়ে কিছু লেগে গেলে এগুসি কাজে আসে। গরমে মুখের অতিরিক্ত তেল মুছতেও কাজে লাগে টিশ্যু পেপার।
ভ্যাসলিন- ঠোঁট ফাটলে বা ত্বক শুকিয়ে গেলে ময়েশ্চরাইজারের কাজ করে।
হ্যান্ড স্যানিটাইজার- হাইজিনের কথা মাথায় রেখে ব্যাগে এটি রাখুন।
ব্রিথ মিন্ট- মুখে গন্ধ এড়াতে ব্যাগে রাখুন।
পোর্টেবল চার্জার- ব্যাগে এই চার্জার রাখুন। যখন তখন ফোন অফ হয়ে অসুবিধায় পড়তে হবে না।