বিজেপি-র জয় দেখতেই পৃথক রাজ্যের দাবিতে বিমল

  • ভোট গণনার শেষবেলায় প্রকাশ্যে এল বিমল গুরুং-এর ভিডিও বার্তা
  • গত এক বছরেরও বেশি সময় ধরে অজ্ঞাতবাসে রয়েছেন গুরুং
  • তাঁর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা এবারও বিজেপি প্রার্থীকে সমর্থন দিয়েছিল
  • ফলে, বিজেপি-র জয়ে গোর্খাা জনমুক্তি মোর্চা নিজেদের স্বাধীন রাজ্যের স্বপ্ন দেখছে

/ Updated: May 24 2019, 12:52 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তিনি কোথায় আছেন তা নাকি জানা নেই পুলিশ প্রশাসনের। ফলে, এক বছরেরও বেশি সময় ধরে ওয়ারেন্ট জারি থাকা বিমল গুরুং-এর হদিশ পাওয়া যাচ্ছে না। অথচ তাঁর বিরুদ্ধে প্রাণঘাতি আন্দোলন চালানোর অভিযোগ আছে। যার জেরে তরুণ পুলিশ অফিসার অমিতাভ মজুদারের মতো একজনের মৃত্যুও ঘটেছে। এই ঘটনার পর বিমল গুরুং- এক ভিডিওবার্তায় নানা বিষয়ে মতামত জাহির করেছেন। তবে, ২৩ মে যে ভাবে তিনি পৃথক গোর্খাল্য়ান্ডের দাবি তুললেন তাতে শিয়রে সমন বলেই মনে করা হচ্ছে। 

পাহাড়ে বিজেপি প্রার্থীকে গোর্খা জনগোষ্ঠীর মানুষজন সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিমল গুরু। সকলকে প্রণামো জানান। সেইসঙ্গে তিনি নেপালি ভাষায় পৃথক রাজ্যের স্বীকৃতি-র জন্য সওয়াল করে।