উল্টে দিন-পাল্টে দিন, আলিপুরদুয়ারে আওয়াজ তুললেন মমতা
- আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
- তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি
- সেখানেই সারদাা-নারদা-র নাম তুলে নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী
আলিপুরদুয়ারের বুক থেকে ফের একবার নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে কড়া চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, 'সারদা-নারদা-হাওলায় সবচেয়ে বড় অভিযুক্ত, আর তাঁকে নিয়ে আপনি সারদা-নারদা নিয়ে মিটিং করছেন লজ্জা করে না।' এমনকী কটাক্ষ করে বলেন, 'সারদা-নারদা-হাওলা আর মোদীবাবুর মাছি মারা।' অন্যকে আক্রমণ না করে নিজেদের ঘরের দিকে আগে তাকাতেও পরামর্শ দেন তিনি।
গত কয়েক বছরেই দেশে সবচেয়ে বড় মোজী বিরোধী মুখে নিজেকে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়. বারবার তিনি মোদী বিরোধিতায় সরব হতে আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে. বিরোধীরা একজোট না হলে যে মোদী এবং বিজেপি-কে পরাস্ত করা সম্ভব নয় তাও বিজেপি বিরোধী দলগুলির সামনে তুলে ধরেছেন মমতা। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা হয়ে উঠেছে উত্তরবঙ্গের কয়েকটি আসনে দলীয় কোন্দল। যার ফায়দা পুরো বিজেপি তুলে নিতে পারে বলেই মনে করা হচ্ছে। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন সব কটি লোকসভাতেই অন্তত একটি করে সভা করার পরিকল্পনা নিয়েছেন।