প্রথম দফায় আলিপুরদুয়ার, কেন্দ্র সম্পর্কে জেনে নিন

  • লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোটগ্রহণ আলিপুরদুয়ারে
  • এবার এখানে মূলত লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি-র
  • এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন গতবারের সাংসদ দশরথ তিরকে, বিজেপি প্রার্থী করেছে জন বার্লা-কে
/ Updated: May 07 2019, 08:07 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোটের দামামা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোট। প্রথম দফায় পশ্চিমবঙ্গে  দুটি কেন্দ্রে ভোট। এর মধ্য়ে অন্য়তম হলো আলিপুরদুয়ার। মোট ১,৮৩৪ টি বুথে ভোট এই লোকসভা কেন্দ্রে। 

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তৃণমূলের হয়ে দশরথ তিরকে, আরএসপি থেকে মিলি ওঁরাও, বিজেপি থেকে জন বারলা এবং কংগ্রেসের মোহনলাল বসুমাতা। নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন  প্রশান্ত জয়ন্ত কিন্দো এবং এসইউসিআই থেকে রবিচন রাভা। 

২০১৪-র লোকলভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের দশরথ তিরকে। ৩ লক্ষ ৬২ হাজার ৪৫৩টি ভোটে জিতেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপি 
থেকে মনোহর তিরকে। তিনি ৩ লক্ষ ৪১হাজার ৫৬টি ভোট পেয়েছিলেন। তবে এবার কী হতে চলেছে তা সময়ই বলতে পারে।