গোপন বৈঠক, বেআইনি লেনদেন! গুজবে রণক্ষেত্র রাতের নাগেরবাজার, দেখুন ভিডিও

  • মুকুল রায় ও দমের বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্যের সঙ্গে স্থানীয় সিপিআইএম নেতার গোপন বৈঠকের গুজব
  • রটল ভোটের বাজারে বেআইনি টাকার লেনদেনের ভুয়ো খবরও
  • গুজবকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদমের নাগেরবাজার এলাকা
  • একটি ফ্ল্যাট ও তার সামনে দাঁড়ানো ৪ থেকে ৫টি গাড়িতে চলে ভাঙচুর

 

/ Updated: May 17 2019, 07:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নির্বাচনের আগে কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করেছে। তার মধ্য়েই বিজেপি-সিপিআইএম গোপন বৈঠক ও বেআইনি অর্থের লেনদেনের গুজবকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদমের নাগেরবাজার এলাকা।

সেখানকার একটি ফ্ল্যাটে বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপির দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শমিক ভট্টাচার্য স্থানীয় এক সিপিআইএম নেতার সঙ্গে  গোপনে বৈঠক করছেন এবং সেখানে টাকা লেনদেন চলছে - এই অভিযোগ তুলে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস সমর্থক রাত ১০ টার পর ওই ফ্ল্যাটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। একটু পরে মাত্রা ছাড়ায় বিক্ষোভকারী। সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা শমিক ভট্টাচার্যেক গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।  

পরে পুলিশ এসে অবশ্য ওই ফ্ল্যাট বা গাড়ি কোথাও কোনও বেআইনি টাকার সন্ধান পায়নি। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ভাঙচুরে যুক্ত বেশ কয়েকজনকে আটকও করা হয়। ওই ফ্ল্যাটটির মালিক রাজু সরকার মুকুল রায়ের সহযোগী। তাঁর স্ত্রীর জন্মদিন উপলক্ষে সেখানে একটি পার্টি দেওয়া হয়েছিল। সেই পার্টিতেই এসেছিলেন মুকুল রায়, শমিক ভট্টাচার্য ও স্থানীয় এক সিপিআইএম নেতা পল্টু দাসগুপ্ত।

বিজেপির অভিযোগ ৩২৪ ধারার জারি করা থাকলেও তারমধ্যে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে কোনও বাধা নেই। কাজেই সেই নিয়ে কারোর বিক্ষোভ দেখানোরও অধিকার নেই। এই ঘটনা পশ্চিমঙ্গের গণতন্ত্রের আসল ছবিটা তুলে ধরেছে বলেন শমিক ভট্টাচার্যরা। ভাঙচুরের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের  দাবি তুলেছে বিজেপি।