করোনা আবহে পুজো এখনও অনিশ্চয়তার মুখে, পুজোর আগে চিন্তার ভাঁজ ঢাকিদের কপালে

  • করোনার আতঙ্কে মানুষ প্রায় ভুলতেই বসেছে পুজো আসছে
  • আর সেই কারণেই ঢাকিদের কপালে এখন চিন্তার ভাঁজ
  • পুজোর আর মাত্র কটা দিন বাকি অথচ এবছর এখনও ডাক পায়নি ঢাকিরা
  • এক নজরে দেখেনিন কি অবস্থায় দিন কাটাচ্ছেন এখন তাঁরা  

/ Updated: Sep 11 2020, 12:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার জেরে মানুষ প্রায় ভুলতেই বসেছে পুজো আসছে। পুজো আসতে আর মাত্র কটা দিনের অপেক্ষা, তবে এখনও পুজোর প্রস্তুতি প্রায় শুরুই হয়নি। আর সেই কারণেই পুজোর আগে ঢাকিরাও এখনও অনিশ্চয়তার মুখে। অন্যান্য বছর যেখানে পুজোর দু'মাস আগে থেকেই তাঁরা ব্যস্ত হয়ে পড়েন ভিন রাজ্য কিংবা ভিন দেশ যাওয়ার জন্য। এবছর সেখানে এখনও ডাক পাননি তাঁরা। এমনটাই জানাচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের মুরারি কালুয়ার ঢাকিরা। তাই সংসার চালাতে এখন তাদের অন্য পেশাকেই বেছে নিতে হচ্ছে।