পাঁশকুড়ায় হুড়মুড়িয়ে ভাঙল সাঁকো, চাঞ্চল্যকর ভিডিও

  • কংসাবতীতে জলের তোড়ে ভাঙল নদীর সাঁকো
  • নদী পারাপার বন্ধ হয়ে যাওয়ার কারনে সমস্য়া
  • শহরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ দুটি গ্রামের
  • এবিষয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি
     
/ Updated: Aug 24 2020, 01:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর- কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারনে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। অধিকাংশ নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারনে যোগাযোগের অস্থায়ী পথগুলিও বন্ধ। কেননা, নদীর উপর থাকা বাঁশের সাঁকোগুলি জলের তোড়ে ভেঙে যাওয়ায় সমস্য়ায় পড়েছেন গ্রামবাসীরা। সোমবার এমনই ঘটনা ঘটল পাঁশকুড়ায়। কংসাবতীর নদীর উপর থাকা অস্থায়ী সেতু জলের তোড়ে ভেঙে যায়। ডোমঘাটের সাঁকো ভেঙে যাওয়ার কারনে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন গ্রামবাসীরা। চৈতন্যপুর ও হাউর এই দুটি গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করতে চাইছেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, পাঁশকুড়া শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ছিল এই অস্থায়ী সেতু। নিত্য দিনের প্রয়োজনীয় সামগ্রীর জন্য় শহরে যেতে হয় তাঁদের। কিন্তু জলের তোড়ে সেই সেতু ভেঙে যাওয়ার কারনে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছে অবলম্বে সেতু মেরামতির দাবি জানিয়েছেন তাঁরা।