করোনা আবহে এবার 'অশরীরী'র আতঙ্ক, ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম

  • নদীতে নামলেই বিপদের হাতছানি
  • আট থেকে আশি, রেহাই নেই কারও
  • 'নখযুক্ত লম্বা হাত'-এর আঘাতে রক্ত ঝরছে
  • ভয়ে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা

/ Updated: Aug 17 2020, 03:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনায় রক্ষা নেই, তার উপর 'অশরীরী'র আতঙ্ক! নদীর জলে বিপদের হাতছানি। ভৌতিক কাণ্ডে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। প্রশাসনের কাছে রহস্য উদঘাটনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রাম। গ্রামে জলের কোনও স্থায়ী ব্যবস্থা নেই। স্নানই হোক কিংবা গৃহস্থালির কাজ, জলের প্রয়োজন নামতে হয় শিলাবতী নদীতে। কিন্তু গত কয়েক দিন আর নদীতে নামার সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। কেন? নির্ভয়পুর গ্রামে দাসপাড়ার বাসিন্দাদের দাবি, নদীর আশেপাশে গেলেই সাদা রং-এর নখযুক্ত লম্বা হাতের আক্রমণের মুখে পড়তে হচ্ছে! নখের আঁচড়ে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। এমনকী রেহাই পায়নি শিশুরাও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনার কথা এখনও পর্যন্ত সরাসরি প্রশাসনকে জানাননি গ্রামবাসীরা। তবে সকলেই চাইছেন, রহস্যের উপর থেকে পর্দা সরুক। আপাতত প্রয়োজনী কাজ সারতে দল বেঁধে নদীতে যাচ্ছেন নির্ভয়পুর গ্রামের বাসিন্দারা।