জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল হস্তি শাবকের, এক নজরে দেখেনিন সেই ভিডিও

  • জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল হস্তি শাবকের
  • মা হাতির সঙ্গে খাবারের খোঁজে বেড়িয়েছিল শাবকটি
  • নদী পার হতে গিয়েই ঘটে বিপত্তি
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও
/ Updated: Sep 12 2020, 02:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা হাতির সঙ্গে খাবারের খোঁজে বেড়িয়ে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল হস্তি শাবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের চাউলিতে। বনদপ্তর সুত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই গোয়ালতোড়ের ধরমপুর, কদমডিহা প্রভৃতি এলাকার জঙ্গল গুলিতে প্রায় ২০-২৫ টি হাতির একটি পাল রয়েছে। এলাকায় তাণ্ডব চালানোর পাশাপাশি ফসলেরও ক্ষতি করেছে হাতির পালটি। শুক্রবার রাতে দুই দলে বিভক্ত হয়ে পড়ে হাতির পালটি। ওই পালেরই একটিতে ছিল এক সপ্তাহের একটি হস্তি শাবক। তমাল নদী পেরোতে গিয়ে নদীর জলের তোড়ে শাবকটি ভেসে যায় পরে জলে ডুবেই মৃত্যু হয় শাবকটির। শনিবার সকালে তমাল নদীতে মাছ ধরার জালে উদ্ধার হয় শাবকটির দেহ।