আজই চুক্তি, পাক কর মানবে কি ভারত, জেনে নিন কর্তারপুর করিডোর সম্পর্কে সবকিছু

গুরু নানকের ৫৫০তম জন্মদিন উপলক্ষে খুলে দেওয়া হচ্ছে কর্তারপুর করিডোর। প্রতি বছর শিখদের এই তীর্থযাত্রা থেকে প্রতি বছর পাকিস্তানি টাকায় ৫৭১ কোটি টাকা উপার্জন হবে। কর্তারপুর করিডোরের ফলে ভিসা ছাড়াই শিখরা গুরদ্বার দরবারশাহি পরিদর্শন করতে পারবেন। লাগবে শুধু পাসপোর্ট। তবে এর জন্য মাথাপিছু ২০ ডলার করে পরিষেবা কর চাইছে পাকিস্তান। যা মানতে চাইছে না ভারত। এই নিয়ে ২৩ অক্টোবর ভারত ও পাকিস্তান একটি চুক্তি সাক্ষর করবে।

 

/ Updated: Oct 22 2019, 10:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গুরু নানকের ৫৫০তম জন্মদিন উপলক্ষে খুলে দেওয়া হচ্ছে কর্তারপুর করিডোর। প্রতি বছর শিখদের এই তীর্থযাত্রা থেকে প্রতি বছর পাকিস্তানি টাকায় ৫৭১ কোটি টাকা উপার্জন হবে। কর্তারপুর করিডোরের ফলে ভিসা ছাড়াই শিখরা গুরদ্বার দরবারশাহি পরিদর্শন করতে পারবেন। লাগবে শুধু পাসপোর্ট। তবে এর জন্য মাথাপিছু ২০ ডলার করে পরিষেবা কর চাইছে পাকিস্তান। যা মানতে চাইছে না ভারত। এই নিয়ে ২৩ অক্টোবর ভারত ও পাকিস্তান একটি চুক্তি সাক্ষর করবে।