আগামী সপ্তাহে গুরু নানকের জন্মবার্ষিকী, আলোর মালায় সেজেছে পাকিস্থানের নানকানা সাহিব

আগামী ১২ নভেম্বর শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। নানকের জন্মবার্ষিকীর প্রাক্কালে আলোর সাজে সেজে উঠল তাঁর জন্মস্থান নানকানা সাহিব। বর্তমানে প্রতিবেশী দেশ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত নানকানা সাহিব। গুরু নানকের জন্মবার্ষিকী পালন করতে ভারত থেকে পুণ্যার্থীরা রওনা দিয়েছেন পাকিস্তানের নানকানা সাহিবে। গত ২৮ অক্টোবর রাজধানী দিল্লি থেকে বার্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রওনা দিয়েছে পুণ্যার্থীদের দলটি। গুরু নানকের জন্মবার্ষিকীর আগেই আগামী শনিবার করতারপুর করিডরের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

/ Updated: Nov 07 2019, 05:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী ১২ নভেম্বর শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। নানকের জন্মবার্ষিকীর প্রাক্কালে আলোর সাজে সেজে উঠল তাঁর জন্মস্থান নানকানা সাহিব। বর্তমানে প্রতিবেশী দেশ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত নানকানা সাহিব। গুরু নানকের জন্মবার্ষিকী পালন করতে ভারত থেকে পুণ্যার্থীরা রওনা দিয়েছেন পাকিস্তানের নানকানা সাহিবে। গত ২৮ অক্টোবর রাজধানী দিল্লি থেকে বার্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রওনা দিয়েছে পুণ্যার্থীদের দলটি। গুরু নানকের জন্মবার্ষিকীর আগেই আগামী শনিবার করতারপুর করিডরের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশের পাশাপাশি তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ইমরান খান।  আগামী ৯ নভেম্বর খুলছে করতারপুর করিডোর। এই আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে পঞ্জাবের ডেরা বাবা নানক মাজার।