করোনার কারণে পূজা বন্ধ থাকার পর, আবারও মূর্তি পূজা শুরু হচ্ছে গোবরডাঙ্গার প্রাচীন জমিদার বাড়িতে

পুরনো নিয়ম নীতিকে প্রায় একই রেখে এখনো চলছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির ৩১১ বছরের প্রাচীন দুর্গাপূজা, করোনার কারণে দু'বছর মূর্তিপূজা বন্ধ থাকার পর আবারও আবারও মূর্তি পূজা শুরু হচ্ছে গোবরডাঙ্গার প্রাচীন জমিদার বাড়িতে

/ Updated: Sep 20 2022, 10:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার কারণে বন্ধ ছিল ৩০০ বছরেরও প্রাচীন দুর্গাপূজা | আবারও মূর্তি পূজা শুরু হচ্ছে গোবরডাঙ্গার প্রাচীন জমিদার বাড়িতে | পুরনো নিয়ম নীতিকে প্রায় একই রেখে এখানে এবছর হবে দুর্গাপূজা | গোবরডাঙ্গার জমিদার বাড়ির এবছরের পূজা ৩১১ বছরে পড়ল | একটা সময় এই পুজোয় মহিষ বলির প্রচলন ছিল বহু বছর আগে তা উঠে গিয়েছে | দেশ-বিদেশে জমিদার বাড়ির বংশধরেরা প্রত্যেকেই পূজোর কটা দিন আনন্দ উৎসবে কাটান জমিদার বাড়িতে | এখনো তালপাতার পুঁথিতে লেখা মন্ত্র উচ্চারণ করা হয় এই পুজোতে | শুরু থেকে একচালা প্রতিমা হয়ে আসছে জমিদার বাড়িতে | এখনো একইভাবে রয়েছে প্রতিমার রূপ | 

Read more Articles on