এশিয়ানেট নিউজ বাংলার সেরার সেরা বাছতে ময়দানে বিচারকরা

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আনন্দে মেতেছে সারা বাংলা। এই আনন্দে আপনাদের সঙ্গে সামিল হয়েছে এশিয়ানেট নিউজ বাংলাও।  সেরা পুজোগুলিকে সম্মান জানাতে আমরা প্রস্তুত এশিয়ানেট নিউজ শারদ সম্মান নিয়ে। 

/ Updated: Oct 01 2019, 01:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আনন্দে মেতেছে সারা বাংলা। এই আনন্দে আপনাদের সঙ্গে সামিল হয়েছে এশিয়ানেট নিউজ বাংলাও।  সেরা পুজোগুলিকে সম্মান জানাতে আমরা প্রস্তুত এশিয়ানেট নিউজ শারদ সম্মান নিয়ে। ক্লাবের পুজো থেকে ফ্ল্যাট বাড়ির পুজো, থাকবে সকলেই। এই প্রথম শারদ সম্মান দিতে চলেছে এশিয়ানেট নিউজ বাংলা। তাতেই রাজ্যেজুড়ে অভাবনীয় সাড়া মিলেছে। এবছর তিন শতাধিক পুজো কমিটি নাম লিখিয়েছে। এদের মধ্যে থেকে ৫০টি পুজোকে প্রাথমিক ভাবে  নেওয়া হয়। তাদের মধ্যে থেকে মূল পর্বে বাছাই হয়েছে ২০টি পুজো। এই  তালিকা থেকে সেরা পুজো বেছে নেবেন আমাদের বিচারকরা। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন  তাঁরা।  আমাদের এই বিচারকমণ্ডলীতে রয়েছেন অভিনেত্রী সানন্দা বসাক, তরুণ উদ্যোগপতি দেবজিৎ পাল, সেলিম শেখ, মণীষ চৌধুরী, সপ্তর্ষি রায় ও শোভন। মণ্ডপে মণ্ডপে ঘুরে বিচারক মণ্ডলীই নির্বাচন করছেন সেরার সেরা পুজো।