ঢাকের তালে পুজো শুরু দিল্লিতে, আপনিও সাক্ষি থাকুন রাজধানীর দুর্গা বন্দনার
দুর্গাপুজার আড়ম্বরে পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। এখানে রয়েছেন বহু বাঙালি। তাই পুজোর সংখ্যাও কম নয়। এর মধ্যে অবশ্যই নাম করতে হবে সফদরজং এনক্লেভের মাতৃ মন্দিরের মণ্ডপের কথা। এবছর ৫৩-তে পা দিল মাতৃ মন্দিরের দুর্গা পুজো। ঠারুরবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পাশাপাশি পরিবেশ সচেতনতার দিকেও এবার নজর দিয়েছে এই পুজো কমিটি। মণ্ডপে ব্যবহার বন্ধ করা হয়েছে প্লাস্টিকের।
দুর্গাপুজার আড়ম্বরে পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। এখানে রয়েছেন বহু বাঙালি। তাই পুজোর সংখ্যাও কম নয়। এর মধ্যে অবশ্যই নাম করতে হবে সফদরজং এনক্লেভের মাতৃ মন্দিরের মণ্ডপের কথা। এবছর ৫৩-তে পা দিল মাতৃ মন্দিরের দুর্গা পুজো। ঠারুরবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পাশাপাশি পরিবেশ সচেতনতার দিকেও এবার নজর দিয়েছে এই পুজো কমিটি। মণ্ডপে ব্যবহার বন্ধ করা হয়েছে প্লাস্টিকের।