লখনউয়ের রাজবাড়ির আদলে সাজছে ভূবনেশ্বরের মণ্ডপ
ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে বাঙালির সংখ্যা কম নয়। আর যেখানে বাঙালি সেখানে দুর্গাপুজো হবে না তা কখনও হয়। তাই ওড়িশয়ার রাজধানীতেও জোরকদমে প্রস্তুতি চলছে দুর্গা আরাধনার। এই শহরের একটি মণ্ডপ এবার তৈরি হচ্ছে লখনউয়ের রাজপ্রাসাদের আদলে। ১৯৭৮ সাল থেকে হয়ে আসছে এই পুজো। এবার মায়ের মাথায় সোনার মুকুট পড়াবেন উদ্যোক্তারা।
ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে বাঙালির সংখ্যা কম নয়। আর যেখানে বাঙালি সেখানে দুর্গাপুজো হবে না তা কখনও হয়। তাই ওড়িশয়ার রাজধানীতেও জোরকদমে প্রস্তুতি চলছে দুর্গা আরাধনার। এই শহরের একটি মণ্ডপ এবার তৈরি হচ্ছে লখনউয়ের রাজপ্রাসাদের আদলে। ১৯৭৮ সাল থেকে হয়ে আসছে এই পুজো। এবার মায়ের মাথায় সোনার মুকুট পড়াবেন উদ্যোক্তারা।