৪০০০ লেটারবক্সে সাজল চেতলা অগ্রণীর মণ্ডপ

কলকাতা হাইপ্রফাইল পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণীর পুজো। এবারও অভিনবত্বে চমক দিয়েছেন উদ্যোক্তারা। ৪০০০ লেটারবক্স ও কম্পিউটার মাউস দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার অংশ 'কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে' -কে থিম হিসাবে তুলে ধরা হয়েছে। মণ্ডপের প্রবেশপথ তৈরি হয়েছে পুরনো রেডিও, ঘড়ি, লন্ঠন, ক্যাসেটের মত কিছু সামগ্রী দিয়ে, বর্তমান সময়ে যাদের আর খুব একটা বেশি দেখা যায় না।  অতীতের সোনাঝরা সময়ের স্বাদ দিতে মণ্ডপে রয়েছে হাতে টানা রিক্সো ও ভিনটেজ গাড়িও। 

/ Updated: Oct 05 2019, 05:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতা হাইপ্রফাইল পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণীর পুজো। এবারও অভিনবত্বে চমক দিয়েছেন উদ্যোক্তারা। ৪০০০ লেটারবক্স ও কম্পিউটার মাউস দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার অংশ 'কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে' -কে থিম হিসাবে তুলে ধরা হয়েছে। মণ্ডপের প্রবেশপথ তৈরি হয়েছে পুরনো রেডিও, ঘড়ি, লন্ঠন, ক্যাসেটের মত কিছু সামগ্রী দিয়ে, বর্তমান সময়ে যাদের আর খুব একটা বেশি দেখা যায় না।  অতীতের সোনাঝরা সময়ের স্বাদ দিতে মণ্ডপে রয়েছে হাতে টানা রিক্সো ও ভিনটেজ গাড়িও।