প্লাস্টিকবিহীন পরিবেশ গড়ার অঙ্গীকার ডায়মন্ড পার্ক সর্বজনীন
- পরিবেশ দূষণের ভয়ঙ্কর ফলে ক্ষতিগ্রস্ত হবে গোটা পৃথিবী
- দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য সচেতনতামূলক কর্মসূচী শুরু করা প্রয়োজন
- পরিবেশ সচেতনতা বাড়াতে ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোয় নিয়েছে বিশেষ এক উদ্যোগ
- এবারে পুজো কমিটির অঙ্গীকার হল প্লাস্টিক বিহীন পুজো
শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। প্রস্তুতিতে পিছিয়ে নেই ফ্ল্যাট বাড়ি বা আবাসনের পুজোগুলিও। প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এবার শারদোৎসবে মেতে উঠেছে ডায়মন্ড পার্ক সর্বজনীনের বাসিন্দারা। প্লাস্টিক বর্জন করে জুটের উপর নির্ভরশীল হওয়ার প্রচার করার জন্যই এমন পরিকল্পনা নিয়েছে পুজো উদ্যোগতারা।