৪৪ তম বর্ষে পাটুলি সর্বজনীনের দুর্গাপুজোয় থাকছে দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনি

  • এই বছর ৪৪ তম বর্ষে পাটুলি সর্বজনীনের দুর্গাপুজো
  • শিল্পী সনাতন পালের অধীনে গড়ে উঠছে প্রতিমা
  • মণ্ডপে দেখা যাবে অনেক দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনী
  • এবারের পুজোর থিমের ট্যাগ লাইন দুগ্গা থেকে দুর্গা

Share this Video

দুগ্গা বলতে লাইনটিতে আমাদের চারপাশে থাকা বাচ্চা থেকে কিশোরী, যুবতী মেয়েদের কথা বলা হয়েছে। তারা প্রত্যেকেই এক এক জন দুগ্গা, কিন্তু পরিস্থিতি প্রতিকূল হলে এই সমস্ত দুগ্গাদেরই দুর্গা হয়ে উঠতে সময় লাগবে না। মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন অভিজিৎবাবু এবং অরিন্দমবাবু। জানা গিয়েছে গোলাকৃতি মণ্ডপটিতে সামনেই দেখা যাবে একটি বাচ্চা মেয়ে দুগ্গা সবাইকে অভিবাদন জানাচ্ছেন। এরপর ক্রমে ক্রমে দেখা যাবে অনেক দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনি। প্রতিমা শিল্পী সনাতন পালের অধীনে গড়ে উঠছে প্রতিমা। পুজোর সেক্রেটারি সৌরভ রাহা অবশ্য প্রতিমা সম্পর্কে বিশদে কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন ৪৪ তম বর্ষে পাটুলি সার্বজনীনের দুর্গাপুজোকে সবদিক দিয়ে সুষ্ঠভাবে পরিচালনা করে সফল করে তুলতে বদ্ধ পরিকর তারা।

Related Video