Asianet News BanglaAsianet News Bangla

পুজোয় প্রেম থেকে লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না, আড্ডায় অকপট সানন্দা

Oct 4, 2019, 5:54 PM IST

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সানন্দা বসাক। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করছেন, পাশাপাশি সামলাচ্ছেন সংসার। বড় করছেন মেয়েকে। এর পাশাপাশি আগলাচ্ছেন  নিজের ব্যবসা। এককথায় আধুনিক দশভুজা বেলা যায় সানন্দাকে। পুজো নিয়ে আড্ডার ফাঁকে জানালেন  ছোটবেলার  প্রেম থেকে সাজগোজ। জানালেন এখনও লক্ষ্মীপুজোর রান্না নিজেই করেন এই সুন্দরী অভিনেত্রী। 

Video Top Stories