'যন্ত্র না যন্ত্রনা' প্রশ্ন নিয়ে হাজির বেহালার বুড়ো শিবতলা

এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম  বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতির পুজো। এবার তাদের 'থিম যন্ত্র না যন্ত্রনা'। বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি মোবাইল নির্ভর। যা ডেকে আনছে আমাদেরই বিপদ। তা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতির পুজো উদ্যোক্তাদের। এখানকার মণ্ডপ ও দেবী মূর্তির অভিনবত্ব আপনাকে মুগ্ধ করবেই। তাই এবারের  পুজোয় আসতেই হবে বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতিরপুজো মণ্ডপে।  

Share this Video

এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতির পুজো। এবার তাদের 'থিম যন্ত্র না যন্ত্রনা'। বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি মোবাইল নির্ভর। যা ডেকে আনছে আমাদেরই বিপদ। তা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতির পুজো উদ্যোক্তাদের। এখানকার মণ্ডপ ও দেবী মূর্তির অভিনবত্ব আপনাকে মুগ্ধ করবেই। তাই এবারের পুজোয় আসতেই হবে বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সমিতিরপুজো মণ্ডপে।

Related Video