দুগ্গার দু্র্গা হয়ে ওঠার কাহিনী শোনাচ্ছে পাটুলি সর্বজনীন

এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম পাটুলি সর্বজনীন। এবার ৪৪ তম বর্ষে পা দিল এই পুজো।

Share this Video


এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম পাটুলি সর্বজনীন। এবার ৪৪ তম বর্ষে পা দিল এই পুজো। মেয়েদের জীবনের বিভিন্ন স্তরের সঙ্গে সঙ্গতি রেখে দুর্গাপুজোর থিমে রয়েছে দুগ্গার দু্র্গা হয়ে ওঠার কাহিণী। মণ্ডপ ও দেবী মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। তাই এবারের পুজোয় আসতেই হবে পাটুলি সর্বজনীনের পুজো মণ্ডপে।

Related Video