কচি-কাঁচাদের নাচে গানে টেক্কা বয়জ্যেষ্ঠদের, সুগম সবুজের পুজোয় একেবারেই পারিবারিক, দেখুন ভিডিও

নরেন্দ্রপুরের সুগম সবুজ আবাসন। প্রতি বছরের মতো এইবারও মহা ধূমধামে দুরাগপুজো হচ্ছে দক্ষিণ কলকাতা শহরতলীর এই আবাসনে। আবাসনের পুজো যেরকম হয় সেই ঘরোয়া পরিবেশ তো এখানে রয়েইছে, তবে বাসিন্দাদের মধ্যে এতটাই মিলমিশ যে তাঁরা সুগম সবুজ পরিবার বলতেই বেশি পছন্দ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষরা এই বৃহত পরিবারে সামিল হয়েছেন। আবাসনের পুজো মানে পুজের চারদিন সাংসকৃতিক অনুষ্ঠান হবেই। আর তাতে অবশ্যই সবচেয়ে বেশি উৎসাহ কচিকাঁচাদেরই। কিন্তু সেখানেই শেষ নয়। খুদেদের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে দেখে বসে থাকতে পারেননি বয়জ্যেষ্ঠরাও। তারাও সমানভাবে নাচে গানে পুজো মাতিয়ে দিতে তৈরি হচ্ছেন।

 

/ Updated: Oct 02 2019, 04:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নরেন্দ্রপুরের সুগম সবুজ আবাসন। প্রতি বছরের মতো এইবারও মহা ধূমধামে দুর্গাপুজো হচ্ছে দক্ষিণ কলকাতা শহরতলীর এই আবাসনে। আবাসনের পুজো যেরকম হয় সেই ঘরোয়া পরিবেশ তো এখানে রয়েইছে, তবে বাসিন্দাদের মধ্যে এতটাই মিলমিশ যে তাঁরা সুগম সবুজ পরিবার বলতেই বেশি পছন্দ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষরা এই বৃহত পরিবারে সামিল হয়েছেন। আবাসনের পুজো মানে পুজের চারদিন সাংসকৃতিক অনুষ্ঠান হবেই। আর তাতে অবশ্যই সবচেয়ে বেশি উৎসাহ কচিকাঁচাদেরই। কিন্তু সেখানেই শেষ নয়। খুদেদের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে দেখে বসে থাকতে পারেননি বয়জ্যেষ্ঠরাও। তারাও সমানভাবে নাচে গানে পুজো মাতিয়ে দিতে তৈরি হচ্ছেন।