নাকতলা উদয়ন সংঘ এবার তুলে ধরছে ‘জন্ম’

প্রতিবারের মত এবারও কলকাতার পুজো মন্ডপ গুলি নিজেদের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতায় নেমেছ। মানুষের মন জিতে নেওয়ার সেই লড়াইতে, প্রতিবারের মত এবারও আছে দক্ষিণ কলকাতার নাকতল উদয়েন সংঘ। বাংলার প্রাণের উত্সবে এবার শিল্পী ভবতোষ সুতার সাজিয়ে তুলেছেন নাকতলার মন্ডপ। থিম ‘জন্ম’। সবাই হয়তো ভাবছেন মানব জন্ম। কিন্তু না, মানব জন্মের কথা এখানে বলা হয়নি। তাহলে? সেই প্রশ্নের উত্তর পেতে আপনাকে একবার যেতেই হবে নাকতলা উদয়ন সংঘে। 

Share this Video

প্রতিবারের মত এবারও কলকাতার পুজো মন্ডপ গুলি নিজেদের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতায় নেমেছ। মানুষের মন জিতে নেওয়ার সেই লড়াইতে, প্রতিবারের মত এবারও আছে দক্ষিণ কলকাতার নাকতল উদয়েন সংঘ। বাংলার প্রাণের উত্সবে এবার শিল্পী ভবতোষ সুতার সাজিয়ে তুলেছেন নাকতলার মন্ডপ। থিম ‘জন্ম’। সবাই হয়তো ভাবছেন মানব জন্ম। কিন্তু না, মানব জন্মের কথা এখানে বলা হয়নি। তাহলে? সেই প্রশ্নের উত্তর পেতে আপনাকে একবার যেতেই হবে নাকতলা উদয়ন সংঘে। 

Related Video