Asianet News BanglaAsianet News Bangla

এক রাশ খেলার খবর শোনালেন সৌরভ, জানালেন কোথায় হবে এবার পিঙ্ক বল টেস্ট ম্যাচ

Oct 21, 2020, 4:28 PM IST

খেলা নিয়ে এক রাশ খবর শোনালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি খেলা নিয়ে অনেক কথাই বললেন। কথা বললেন আইপিএল নিয়েও। শ্রেয়সের দল দিল্লি ও রোহিত শর্মার দল মুম্বইয়ের বিশেষ প্রশংসা শোনাগেল তাঁর মুখ থেকে। তাঁর মুখে শোনা গেল বেশ কিছু খেলোয়াড়ের নামও। এছাড়াও তিনি ওই দিন জানিয়ে দিলেন আহমেদাবাদে হবে এবার ভারত ও ইংল্যান্ডের পিঙ্ক বল টেস্ট ম্যাচ। এবার আইপিএল হচ্ছে আরব আমিরশাহিতে। সেই নিয়েই ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে আমিরশাহির ক্রিকেট বোর্ডের। আর সেই কারণেই ম্যাচ সেখানেও হওয়ার সম্ভবনা থেকেই যাচ্ছে। আহমেদাবাদ, ধর্মশালা ও কলকাতা হতে পারে টেস্ট ম্যাচের কেন্দ্র। তবে ভেনু এখনও ঠিক হয়নি বলেই জানিয়েছেন তিনি কারণ এখনও হাতে চার মাস সময় রয়েছে। অনেকটা সময় রয়েছে তাই এখনও সঠিক ভাবে কিছু ঠিক হয়নি বলেও তিনি জানালেন।   

Video Top Stories