Kolkata Derby : ডার্বি সবসময় স্পেশাল, আশা করি জিতব: প্রীতম কোটাল
ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারই প্রথম আইএসএল-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করবে কলকাতার এই দুই দল।
ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারই প্রথম আইএসএল-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করবে কলকাতার এই দুই দল। এখনও পর্যন্ত আইএসএল-এ চারটি সাক্ষাৎকারের প্রতিটিতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। এমনকী, চলতি মরসুমে ডুরান্ড কাপেও সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লাল-হলুদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয়ের রেকর্ড নিয়েই শনিবার মাঠে নামছে হুয়ান ফেরান্দোর দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবুজ-মেরুন কোচ টানা চারদিন ক্লোজড-ডোর অনুশীলনের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার থেকে মোহনবাগান মাঠে শুরু হয়েছে বড় ম্যাচের প্রস্তুতি। সংবাদমাধ্যমের পাশাপাশি সদস্য-সমর্থকদেরও অনুশীলন দেখার সুযোগ থাকছে না |
কলকাতা ডার্বি নিয়ে সবুজ-মেরুনের ডিফেন্ডার প্রীতম কোটাল বললেন, “ডার্বি সবসময় আলাদা। সব বাঙালির কাছেই এই ম্যাচের বিশেষ গুরুত্ব আছে। ডার্বি সবসময় ৫০-৫০। আশা করি এবারও আমরা জিততে পারব। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় দলের মনোবল তুঙ্গে। আশা করি শনিবার জয় পাব।”
এবারই প্রথম সবুজ-মেরুনে যোগ দেওয়া আশিক কুরুনিয়ান বললেন, “ইস্টবেঙ্গল ভাল দল। শনিবার আমাদের জিততে হলে ভাল খেলতে হবে। কোচ আমাকে যেখানে খেলতে বলবেন সেখানেই খেলব। প্রথম দলে থাকাই আসল ব্য়াপার।”