জাতীয় হকিতে আশার আলো, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি প্রাক্তন অধিনায়ক পর্ব-১

অলিম্পিকে এবার পদকের আশা দেখছেন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা ওড়িশার দিলীপ তিরকে। সেই প্রাক্তন হকি তারকাই মুখোমুখি হলেন এশিয়ানেট নিউজ বাংলার। ভারতের পদ্মশ্রী ও অর্জুন জয়ী দিলীপ তিরকের সঙ্গে  প্রথম পর্বের সাক্ষাতকার।

/ Updated: Nov 10 2019, 05:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরকারি ভাবে অনুমতি না মিললেও ভারতে হকিকে জাতীয় খেলা হিসাবে গণ্য করেন অনেকেই। ক্রিকেট ফুটবলের পাশাপাশি একই ভাবে জনপ্রিয় হকি। ভারতে সেই হকি সাক্ষী আছে বেশ কিছু ওঠা নামার। মাঝে কিছু বছর মাঠে ভারতীয় হকি পিছিয়ে পড়লেও, ফের কয়েক বছর ধরে ভারতীয় হকিকে স্বপ্ন দেখাছেন মনদীপ সিং, মনপ্রীত সিংরা। একই সঙ্গে টোকিও অলিম্পিকের যোগ্যতাও অর্জন করে ফেলেছে ভারতীয় পুরুষ হকি দল। আর সেই অলিম্পিকেই এবার পদকের আশা দেখছেন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা ওড়িশার দিলীপ তিরকে। ভারতীয় হকি দলের অধিনায়ক হিসাবে অন্যতম সফল খেলোয়াড় ছিলেন ওড়িশার দিলীপ। জাতীয় হকি দলে উত্থানের কারণও ছিলেন এই অলিম্পিয়ান। এবার সেই প্রাক্তন হকি তারকাই মুখোমুখি হলেন এশিয়ানেট নিউজ বাংলার। ভারতের পদ্মশ্রী ও অর্জুন জয়ী দিলীপ তিরকের সঙ্গে  প্রথম পর্বের সাক্ষাতকার।