Asianet News BanglaAsianet News Bangla

'জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে করলেও খেতে পারতেন না', ভার্চুয়াল সাক্ষাৎকারে চানু শোনালেন তাঁর স্বপ্নপূরণের গল্প

Jul 25, 2021, 1:38 PM IST

টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এসেছে তাঁর হাত ধরেই। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর এই জয় হাসি ফুটিয়েছে ১৩৫ কোটি ভারতবাসীর মুখে। জয়ের পর এক রাশ শুভেচ্ছা বার্তা পেয়েছন চানু। প্রধানমন্ত্রী -র কাছ থেকে শুভেচ্ছা বার্তা বড় পাওয়া। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন মীরাবাঈ চানু। 'জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে করলেও খেতে পারতেন না'। স্ট্রিক্ট ডায়েট চার্ট ছিল তাঁর, জানালেন চানু। কঠোর পরিশ্রম করেই আজকে এই জায়গায় পৌঁছিয়েছেন তিনি। লক্ষ্যে পৌঁছনর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। ভবিষ্যত প্রজন্মের জন্য তেমনই বার্তা দিলেন মীরাবাঈ চানু।

Video Top Stories