১২ বছর ১০ মাস বয়সেই হয়েছেন গ্র্যান্ড মাস্টার, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ময়বালক প্রজ্ঞানন্দ

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি প্রজ্ঞানন্দ। মাত্র ১৬ বছর বয়সেই দাবা খেলে তাক লাগিয়েছে সে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা দাবা অনুশীলন করে প্রজ্ঞা। এশিয়ানেটের মুখোমুখি হয়ে তিনি নিজেই জানালেন সেকথা।
 

/ Updated: Feb 24 2022, 08:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাত্র ১২ বছর ১০ মাস বয়সেই হয়েছেন গ্র্যান্ড মাস্টার। ১৬ বছর বয়সে হারিয়েছেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্য়াগনাস কার্লসেনকে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি প্রজ্ঞানন্দ। মাত্র ১৬ বছর বয়সেই দাবা খেলে তাক লাগিয়েছে সে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা দাবা অনুশীলন করে প্রজ্ঞা। এশিয়ানেটের মুখোমুখি হয়ে তিনি নিজেই জানালেন সেকথা। প্রথমে তার দিদি দাবা খেলত, তারপরে সে খেলা শুরু করে। এখনও সময় পেলেই প্রজ্ঞানন্দ তার দিদির সঙ্গে দাবা খেলে। স্কুল থেকে সব সময় তার পাশে দেখেছে, জানাল প্রজ্ঞানন্দ। দাবা ছাড়াও টেবিল টেনিস, ক্রিকেট খলতে ভালোলাগে প্রজ্ঞার। প্রসঙ্গত, বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছে বছর ১৬ র প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রজ্ঞানন্দ। সেখানেই বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে এখন সকলের নয়নের মণি হয়ে উঠেছেন বছর ১৬ র তরুণ তুর্কি প্রজ্ঞানন্দ।