হকি থেকে ক্রিকেট, ক্রীড়াক্ষেত্রে ভারতের মুকুটে অনেক সাফল্য
- বিশ্বমঞ্চে ভারতের সাফল্যের ইতিহাস
- হকি থেকে ক্রিকেট, ক্রীড়া জগতে অনেক খেলাতেই ছাপ রেখেছে ভারত
ক্রিকেটে প্রথম বিশ্বকাপ এসেছিল ১৯৮৩ সালে। কিন্তু তারও বহু বছর আগে ক্রীড়াক্ষেত্রে ভারতকে বার বার সাফল্য দিয়েছে হকি। স্বাধীনতার আগে হোক বা পরে, বার বারই অলিম্পিক্সের আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভারতের পুরুষ হকি দল। এখনও পর্যন্ত অলিম্পক্সে হকিতে মোট আটটি সোনার পদক জিতেছে ভারত। স্বাধীনতার পরেও পাঁচ বার সোনার পদক এসেছে হকি থেকে। বিশ্ব মঞ্চে এমন সাফল্য অন্যান্য খেলাতে নেই ভারতের। এর পাশাপাশি ১৯৫১ সালে এশিয়ান গেমসেও দুর্দান্ত ফলাফল করেছিল ভারত। নিউ দিল্লিতে আয়োজিত সেই প্রতিযোগিতায় মোট ৫১টি পদক জেতে ভারত। তার মধ্যে ছিল ১৫টি সোনার পদক।
এখনও পর্যন্ত অলিম্পিক্সে ভারতের সেরা পারফরম্যান্স ২০১২ সালে। সেবার মোট ছ'টি পদক জেতে ভারত। ক্রিকেটে ভারতের সাফল্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্যান্য খেলায় ভারতের পারফরম্যান্স অনেক সময় আশানুরূপ না হলেও ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। তার প্রমাণ হল একদিন এবং টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে মোট তিনটি বিশ্বকাপে জয়।