Asianet News BanglaAsianet News Bangla

দীর্ঘ ৪১ বছর পর ঐতিহাসিক জয় ভারতীয় হকি দলের, উৎসবের আমেজ গোটা ভারতে

দীর্ঘ ৪১ বছর পর ঐতিহাসিক জয় ভারতীয় হকি দলের। ১৯৮০ সালের পর আবার অলিম্পিক্স হকিতে পদক পেল ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। এই নিয়ে অলিম্পিক্স হকি থেকে এক ডজন পদক হল ভারতের। মনপ্রীত সিং -এর হাত ধরে টোকিও অলিম্পিক্সে ঐতিহাসিক জয়। উৎসবের আমেজে মেতেছে এখন গোটা ভারত।
 

Aug 5, 2021, 1:23 PM IST

দীর্ঘ ৪১ বছর পর ঐতিহাসিক জয় ভারতীয় হকি দলের। ১৯৮০ সালের পর আবার অলিম্পিক্স হকিতে পদক পেল ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। এই নিয়ে অলিম্পিক্স হকি থেকে এক ডজন পদক হল ভারতের। মনপ্রীত সিং -এর হাত ধরে টোকিও অলিম্পিক্সে ঐতিহাসিক জয়। উৎসবের আমেজে মেতেছে এখন গোটা ভারত।