Asianet News BanglaAsianet News Bangla

আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে মাঠে নামছে কলকাতা বনাম দিল্লি, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

Oct 24, 2020, 12:53 PM IST

আজ আইপিএলে আবারও দুটি ম্যাচে লড়াই হবে। প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে দিল্লি বনাম কলকাতা। প্রথম ম্যাচ হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ৩.৩০ মিনিট থেকে। এবার একরকম দুঃসময় চলছে কলকাতার। এখনও পর্যন্ত তেমন ভালো পারফরমেন্স দেখা যায়নি তাদের। এমনকি ম্যাচের মাঝেই এবার তাদের ক্যাপটেনও বদল হল। দিনেশ কার্তিক ক্যাপ্টেনের পদ থেকে নিজেকে সরিয়ে নিলে সেখানে তাঁর বদলে এসেছে ইয়ন মর্গ্যান। অন্যদিকে শ্রেয়সের দল ডিসি এবার দুর্দান্ত খেলছে। একের পর এক ম্যাচে মাত দিচ্ছে এই দল। আগের ম্যাচে অবশ্য পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল এই দল। সেই ম্যাচে পাঁচ উইকেটে হেরে গিয়েছিল তারা। তবে এই ম্যাচে আশা করাই যায় আবারও নিজের ফর্মে ফিরবে ডিসি। তাই আশা থেকেই যাচ্ছে দিল্লির আরও একবার জেতার। আবার কলকাতাও চাইবেই এই ম্যাচে নিজেদের প্রমান করতে। তাই আজকের এই দুর্দান্ত ম্যাচের জন্য এখন অপেক্ষারত কলকাতাবাসী। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের প্রথম ম্যাচ।

Video Top Stories